Warning: Creating default object from empty value in /home11/sofenorg/public_html/wp-content/themes/ngotheme/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
সফেন-এর গৌরবদীপ্ত ২৫তম শুভ জন্মদিন পালিত
  • Hotline: +880 1986-330066
  • sofen1997@gmail.com

সফেন-এর গৌরবদীপ্ত ২৫তম শুভ জন্মদিন পালিত

১ ডিসেম্বর ২০২১ বুধবার, সকাল ১১টায় সফেন প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকায় পালিত হলো সফেন-এর গৌরবদীপ্ত ২৫তম শুভ জন্মদিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম কিবরিয়া ভূঁইয়া, অতিরিক্ত ডিআইজি (অব.) ভাইস চেয়ারম্যান, সফেন। প্রধান অতিথ নূর মোহাম্মদ ভূঁইয়া, সিআইপি,বিশিষ্ট সমাজ সেবক ও শিল্প উদ্যোক্তা,পরিচালক, গ্যাস্ট্রোলিভার হসপিটাল, বিশেষ অতিথি হিসেব উপস্থিতি ছিলেন ফারান মোস্তফা, বরেণ্য শিক্ষাবিদ, লেখক, গবেষক ও সমাজকর্মী, মাকসুদা আকতার খানম, এসপি, উপ-পরিচালক RAB, মোঃ জয়নাল আবেদীন, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও শিল্পপতি,প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন সফেন প্রতিষ্ঠাতা বহুমুখী শিল্পস্রষ্ট্রা ড. খান আসাদুজ্জামান।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলোয়াত করেন মোঃ মিজানুর রহমান। কোরআন তিলোয়াত শেষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মোঃ জাহিদুর রহমান, চিফ রিপোর্টার, মোঃ মোকাররম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি, বাংলাদেশ সমাচার, মোঃ মহিবুর রহমান বকুল, সহযোগী সম্পাদক, দৈনিক বাংলাদেশ সমাচার।

আজ থেকে ২৫ বছর আগে ১৯৯৭ সালে ঢাকা বিশ্ব বিদ্যালয়ে ছাত্র থাকাকালীন সময় ড. খান আসাদুজ্জামানের হাত ধরে সফেন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে সফেন আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। সফেনের বহুমুখী কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য হলো, যৌতুক, নারী নির্যাতন, এসিড, শিক্ষা, গরীব ও মেহনতি মানুষের শীতকালীন বস্ত্র বিতরণ, খাদ্য সহায়তা ছাড়াও সফেন বিভিন্ন সময় বন্যার্ত মানুষকে আর্থিক সহায়তাও প্রদান করে থাকে।

প্রধান অতিথির বক্তব্যে নূর মোহাম্মদ ভূঁইয়া বলেন, সফেন ২৫ তম জন্মদিনে সকলের মাঝে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত। আমি সফনের কার্যক্রমে খুবই খুশি। সফেন আজকে আমাকে সম্মান দিল তা আমি কখনোই ভুলবো না। আমি সর্বদা আর্তমানবতার সেবায় কাজ করার চেষ্টা করি। সেদিক থেকে সফেন আমার কাছে একটি প্রেরণা। তিনি আরও বলেন, আমি আজীবন সফেনর সাথে থাকবো। আমার সাধ্যের মধ্যে সফেনকে সহায়তা করবো। সফেন যেন আজীবন আর্তমানবতার সেবায় কাজ করেন এবং সফেনের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বরেণ্য শিক্ষাবিদ লেখক,গবেষক ও সমাজকর্মী ফারান মোস্তফা। তিনি বলেন, সফেন সম্পর্কে আমি আগে জানতাম না। যতটুকু জেনেছি আমার বাবা বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়ার ভুঁইয়া-র কাছ থেকে। আমি আজ সফেনের ২৫ তম জন্মদিনে উপস্থিত হতে পেরে খুব আনন্দিত। আমার বাবা আজীবন সৎ পথে চলেছেন। তিনি বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সাথে জড়িত। চেষ্টা করবো আজীবন সফেন-এর সাথে থাকার। তিনি সফেন-এর সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে গুরুত্বপূর্ন বক্তব্য প্রদান করেন মাকসুদা আকতার খানম। তিনি বলেন আজ থেকে ২৫ বছর আগে ঢাকা বিশ্ব বিদ্যালয়-এর টিএসসির চত্তরে সফেন-এর জন্ম হয়। সেদিন থেকে আমি সফেন-এর সাথে আছি। আজীবন থাকবো। সফেন-এর শুরু থেকে আজ পর্যন্ত যারা পাশে থেকে আর্থিক ভাবে সহায়তা করেছে তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আজকের অনুষ্ঠানে আগত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য প্রদান করেন, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক ও শিল্পপতি মোঃ জয়নাল আবেদীন। তিনি বলেন, আজ সফেন-এর ২৫ তম জন্মদিনে উপস্থিত হতে পেরে খুব খুশি। সর্বদা চেষ্টা৷ করবো সফেন-এর পাশে থাকার।
অনুষ্ঠানের পরিসমাপ্তিতে বক্তব্য প্রদান করেন আজকের সভার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া ভূঁইয়া। তিনি বলেন আমি সফনের সাথে যুক্ত হতে পেরে খুবই খুশি। যতদিন বেঁচে আছি সফেন-এর সাথে থাকবো। আজীবন সফেন-এর পাশে থাকবো। একদিন সফেন-এর নিজস্ব টাওয়ার হবে। অনুষ্ঠানে আগত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানের শেষে বক্তব্য প্রদান করেন, আজকের অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ও সফেন-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বহুমুখী শিল্পস্রষ্ট্রা ড. খান আসাদুজ্জামান। তিনি আগত সকল অতিথিদের অভিনন্দন জানান। প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত যারা সফন-কে সহায়তা করেছে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষে আনন্দঘন পরিবেশে ২৫তম জন্মদিনের কেক কেটে সকলের মধ্য বিতরন করার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।