পঞ্চগড় অতিরিক্ত জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ সমাচার সম্পাদকের সৌজন্য সাক্ষাত
পঞ্চগড় অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায় এর সাথে দৈনিক বাংলাদেশ সমাচার সম্পাদক ও আনসার ভিডিপি ব্যাংক এর পরিচালক ডা.খান আসাদুজ্জামান সৌজন্য সাক্ষাত করেছেন। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি। এরপর সংক্ষিপ্ত মতবিনিময় করেন তারা।
মতবিনিময়কালে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বার্তা সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো.মজিবর রহমান মজনু, বাংলাদেশ ডায়েরির পঞ্চগড় প্রতিনিধি মো.সম্রাট হোসাইন, বাংলাদেশ সমাচার পত্রিকার পঞ্চগড় প্রতিনিধি রেজাউল করিম আলম।
লেখনির মাধ্যমে পঞ্চগড় জেলার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার বিষয়ে অতিরিক্ত প্রশাসককে আশ্বাস প্রদান করেন বাংলাদেশ সমাচারের সম্পাদক।